(WP Part 4) DashBoard পরিচিতি


আমরা WordPress ইন্সটলেশন শেষ করেছি। এখন যেটা জানা প্রয়োজন তা হলো, WordPress-এর DashBoard-এর সম্পর্কে স্বচ্ছ ধারণা। DashBoard কি? কিভাবে ইউজ করা যায়? কোন মেনুর কাজ কি? ইত্যাদি… এই পর্বে সেটাই আলোচনা করবো।

DashBoard কি?

WordPress-এ DashBoard হলো সেই জায়গা যেখান থেকে সাইটের Admin সম্পূর্ণ সাইটকে নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া অন্যান্য ব্যবহারকারীরা নিজেদের পদ অনুসারে সেখানে নির্দিষ্ট Options ও Features ইউজ করতে পারে। তবে শুধুমাত্র Admin পদের জন্য সকল Options ও Features ইউজ করার সুবিধা থাকে। (WordPress-এ ৫টা পদ আছে। পরে এইসব পদের বিবরণ দেওয়া হয়েছে।)

DashBoard-এর Web Address এরকম হয় – (http://www.****.***/wp-admin/) । যেখানে স্টার* চিহ্নিত অংশ (****.***) হলো Domain-এর নাম। এই টিউটোরিয়ালে DashBoard-এর Web Address হলো – (http://www.tp-tutorial.co.cc/wp-admin)।
আসুন DashBoard পরিচিতি শুরু করি।
  • প্রথমেই আপনার DashBoard-এ Log In করুন।
DashBoard-দেখতে এরকম হয়:

মেনু পরিচিতি

মোট ১১টা Menu আছে। এগুলার মধ্যে আছে আবার কিছু Sub-Menu । ১১টা Menu ও এদের Sub-Menu-এর পরিচিতি নিচে দেওয়া হলো:

Dashboard:

Dashboard:

  • Right Now: এখান থেকে সাইটে কতগুলা Post রয়েছে; কতগুলা Comment রয়েছে,সেগুলা কতগুলা Approve, Pending বা Spam অবস্থায় আছে; Page, Tag, Catagory কতগুলা ইত্যাদি জানা যায়।
  • QuickPress: এখান থেকে আপনি দ্রুত পোস্ট করা যায়।
  • Recent Comments: সাম্প্রতিক মন্তব্য দেখা যাবে।
  • Recent Draft: সাম্প্রতিক সেভ করা Draft বা খসড়া পোস্ট দেখা যাবে।
  • WordPress Blog: WordPress.org-এর Official Blog-এর সর্বশেষ পোস্ট দেখা যাবে।
  • Incoming Links: অন্য কোন সাইটে যদি আপনার সাইটের লিঙ্ক থাকে তা দেখা যাবে।
  • Plugins: জনপ্রিয়, নতুন আর আপডেটেড Plugins দেখাবে।
  • Other WordPress News: WordPress সম্পর্কে অন্যান্য সংবাদ দেখা যাবে।

Updates:

  • এখানে আপনার WordPress, Themes আর Plugins এর সর্বশেষ আপডেট দেখাবে।
  • এছাড়া আপনার WordPress এখান থেকে Re-Install করা যাবে।

Posts:

Posts:

  • এখানে সকল Post সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
  • Posts এডিট বা ডিলিট করা যাবে।

Add New:

  • এখান থেকে নতুন পোস্ট প্রকাশ করা বা খসড়া হিসেবে জমা করা যাবে।

Catagories:

  • এখানে সাইটে বিদ্যমান পোস্টের বিভাগসমূহ বা Catagories দেখা যাবে।
  • নতুন Catagory যোগ করা যাবে।
  • বিদ্যমান Catagory এডিট বা ডিলিট করা যাবে।

Post Tags:

  • এখানে সাইটে বিদ্যমান পোস্টের Tags দেখা যাবে।
  • নতুন Tag যোগ করা যাবে।
  • বিদ্যমান Tag এডিট বা ডিলিট করা যাবে।

Media:

Library:

  • এখানে আপলোডকৃত ফাইলসমূহ দেখা যাবে।
  • সেগুলাকে এডিট, ডিলিট ইত্যাদি ব্যাবস্থাপনা করা যাবে।

Add New:

  • এখান থেকে নতুন ফাইল আপলোড করা হয়।

Links:

Links:

  • এখানে বিদ্যমান Links, তাদের Catagory ও অন্যান্য তথ্য দেখা যাবে।
  • এগুলাকে এডিট বা ডিলিট করা যাবে।

Add New:

  • এখান থেকে Links যোগ করা হয়।

Link Catagories:

  • এখানে বিদ্যমান Links-এর Catagories দেখা যাবে।
  • নতুন Link Catagory যোগ করা যাবে।
  • বিদ্যমান Link Catagory এডিট করা যাবে।

Pages:

Pages:

  • এখানে বিদ্যমান Pages সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
  • Pages এডিট বা ডিলিট করা যাবে।

Add New:

  • এখান থেকে নতুন Page প্রকাশ করা বা খসড়া হিসেবে জমা করা যায়।

Comments:

  • এখানে বিদ্যমান Comments সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
  • সেগুলার উত্তর দেয়া, এডিট বা ডিলিট করা যাবে।

Appearance:

Themes:

  • ইন্সটল করা Themes এর তথ্য পাওয়া যাবে।
  • সেগুলা Activate, ডিলিট করা যাবে।
  • নতুন Theme ইন্সটল করা যাবে।

Widgets:

  • Widgets সম্পাদনা করা যাবে।

Menus:

  • DashBoard-এর জন্য নতুন মেনু বানানো যাবে।
  • সেগুলা এডিট বা ডিলিট করা যাবে।

Editor:

  • এটা দিয়ে মূলত Theme কাস্টোমাইজেশন করা হয়। (কোডিং সম্পর্কে জ্ঞান থাকা দরকার)

Plugins:

Plugins:

  • বিদ্যমান Plugin দেখা যাবে।
  • সেগুলা Activate, DeActivate, এডিট, ডিলিট করা যায়।

Add New:

  • এখান থেকে নতুন Plugins যোগ করা হয়।

Editor:

  • এটা দিয়ে মূলত Plugins কাস্টোমাইজেশন করা হয়। (কোডিং সম্পর্কে জ্ঞান থাকা দরকার)

                                                     Users:

Users:

  • বিদ্যমান Users-দের সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাবে।
  • তাদের এডিট বা অপসারণ করা যাবে।

Add New:

  • নতুন User যোগ করা যায়।

Your Profile:

  • নিজের প্রোফাইল এডিট করা যাবে।

                                                  Tools:

Tools:

  • WordPress-এর বিভিন্ন Tools এখান থেকে ব্যবহার করা যাবে।

Inmort:

  • অন্য WordPress সাইট বা ব্লগ, অন্য Platform-এর সা থেকে

Export:

  • WordPress-এর Posts বা Pages বা সবকিছু ব্যাকআপ রাখা যায়। যাতে নতুন কোন WordPress সাইট খুললে সেগুলো রিস্টোর করা যায়।

                                                    Settings:

General:

  • Site Title: সাইটের নাম।
  • Tagline: এক কথায় সাইটের বর্ণনা/লক্ষ্য।
  • WordPress address (URL): WordPress-এর Root URL, (বদলানোর দরকার নাই)।
  • Site address (URL): সাইটের হোমপেজ URL, (বদলানোর দরকার নাই)।
  • E-mail address: সাইটের Admin Mail Address ।
  • Membership: টিক দিলে সবাই রেজিস্টার করতে পারবে।
  • New User Default Role: নতুন ব্যবহারকারীর ডিফল্ট পদ।
  • Timezone: যে রাজধানীর সময় অনুসরণ করা হবে।
  • Date Format: তারিখ যেভাবে সাজানো থাকবে।
  • Time Format: সময় যেভাবে সাজানো থাকবে।
  • Week Starts On: সপ্তাহ যে বার-এ শুরু হবে।

Writing:

  • লেখালেখি নিয়ে সেটিংস।

Reading:

  • যেভাবে লেখা সাজানো থাকবে তার সেটিংস।

Discussion:

  • Post, Article, Comment -এর জন্য বিভিন্ন সেটিংস।
  • Avatar: ব্যবহারকারীদের Profile Picture সম্পর্কে বিভিন্ন সেটিংস।

Media:

  • Image sizes: ছবির সাইজের সেটিংস ঠিক করা যাবে।
  • Embeds: মিডিয়া ফাইল এম্বেড করার জন্য সেটিংস।
  • Uploading Files: ফাইল Uploading Directory ঠিক করা যায়।

Privacy:

  • Site Visibility: সাইট বিভিন্ন Search Engine-এর Search Result-এ আসবে কিনা তা ঠিক করা যাবে।

Permlinks:

  • Common settings: সাইটের Posts-এর Link কিরূপ হবে তা ঠিক করা যাবে।
  • Optional: এটাতে Catagory ও Tag অনুসারে Post দেখালে কিরূপ Link হবে তা ঠিক করা যাবে।


এই হলো WordPress DashBoard-এর পরিচিতি। এগুলো ঠিকভাবে জানা খুব জরুরি কারণ এখান থেকেই সাইটের যাবতীয় সবকিছু নিয়ন্ত্রণ করা হয়।

1 Response to "(WP Part 4) DashBoard পরিচিতি"

  1. Too good. A complete knowledge about dashboard. Superb post.

    ReplyDelete