আজকের পর্বের আলোচনা মূল্য বিষয় হলো সি প্যানেল।
যেকোন হোস্টিং এ সাইনআপ করার পর আপনাকে তারা C phanel এ নিয়ে যাবে। এখানথেকেই মূলত একটি WebSite এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ন্ত্রন করা হয়।
সি প্যানেল কি?
সি প্যানেল হলো আপনি যখন আপনার হোস্টিং একাউন্ট সাইন আপ করবেন তখন তারা আপনার সকল প্রকার কাজ কর্ম করার জন্য একটা ভিন্ন পেজ তৈরি করে দেবে সুধু মাত্র আপনার জন্য। সেখানে আপনি আপনার প্রয়োজনীয় সকল সেবা পাবেন।
সি প্যানেল এর কাজ কি?
সি প্যানেল এর কাজ হলো আপনি যখন আপনার সাইটে কোনো সার্টিফিকেট ইন্সটল করবেন তখন আপনাকে সি প্যানেলে গিয়েই করতে হবে।
কথা বাড়িয়ে লাভ নেই এক কথা বলি “সি প্যানেল হলো আপনার হোস্টিং এর মাথা” যা ছাড়া আপনি অচল।
সি প্যানেল হলো আপনি যখন আপনার হোস্টিং একাউন্ট সাইন আপ করবেন তখন তারা আপনার সকল প্রকার কাজ কর্ম করার জন্য একটা ভিন্ন পেজ তৈরি করে দেবে সুধু মাত্র আপনার জন্য। সেখানে আপনি আপনার প্রয়োজনীয় সকল সেবা পাবেন।
সি প্যানেল এর কাজ কি?
সি প্যানেল এর কাজ হলো আপনি যখন আপনার সাইটে কোনো সার্টিফিকেট ইন্সটল করবেন তখন আপনাকে সি প্যানেলে গিয়েই করতে হবে।
কথা বাড়িয়ে লাভ নেই এক কথা বলি “সি প্যানেল হলো আপনার হোস্টিং এর মাথা” যা ছাড়া আপনি অচল।
যদি তার পরেও না বোঝেন নিচে ভিডিও টিউটোরিয়াল আছে দেখে নিতে পারেন।
চলুন ফটোর মাধ্যমে দেখে নেওয়া যাক কি কি আছে সি প্যানেলে।

প্রেফারেন্স থেকে আপনার ই-মেইল আপডেট করতে পারবেন এবং একাউন্ট সেটিংস করতে পারবেন।

ফাইলস মেনু থেকে আপনি আপনার ফাইল মেনেজারের সকল প্রকার কাজ করতে পারবেন। আপলোড, ডাউনলোড, ডিলিটিং, ইডিটিং, রিনেম, সকল কিছুই এখান থেকে করতে পারবেন।
ডিরেকটরি প্রাইভেসি হলো আপনার ফাইল গুলো যে ফোল্ডারে আছে সেই সমস্ত ফোল্ডার এর প্রাইভাসি।
আপনি চাইলে সেগুলো প্রাইভেসি চেঞ্জ করতে আপনার মত করে দিতে পারেন।
আপনি চাইলে সেগুলো প্রাইভেসি চেঞ্জ করতে আপনার মত করে দিতে পারেন।
ডিস্ক ইউজ মানে হলো আপনার সাইট কতটুকু ডিস্ক স্পেস নিয়েছে সেটা দেখতে পারবেন।
এফটিপি থেকে আপনি খুব সহজে আপনার কাজ গুলো পরিচালনা করতে পারবেন এবং সেটা খুব দ্রুত ভাবেই।
ফ্রি এফটিপি সফটওয়্যার হলো কি কি সফটওয়্যার ফি সেগুলোর লিষ্ট এবং কাজ করতে হবে কিভাবে সেগুলো বিষয়ে একটু ধারণা।
ব্যাকআপ মানে তো বুঝতেই পারছেন কি। এটা নিয়ে আর আলোচনা করার দরকার নেই।

এখানে ডোমেইন এবং সাবডোমেইন এর কথা বলেছে। কিভাবে ডোমেইন এড করতে হবে সেটা নিয়ে আসবো খুব দ্রুতই আশা করি সাথেই থাকবেন।

এখানে ডোমেইন এবং সাবডোমেইন এর কথা বলেছে। কিভাবে ডোমেইন এড করতে হবে সেটা নিয়ে আসবো খুব দ্রুতই আশা করি সাথেই থাকবেন।
আপনার একাউন্ট স্ট্যাটিক এবং পিএইচপি সম্পর্কে আলোকপাত করা হইছে
এছারাও এরর লগ নিয়েও ধারণা দেওয়া আছে।
এছারাও এরর লগ নিয়েও ধারণা দেওয়া আছে।
ওয়ান ক্লিক ইন্সটল, ক্লাউড ফ্লারে এগুলো নিয়ে আছে এই মেনু, আইপি ব্লক করবেন কখন? যখন আপনাত সাইট ডিডস এর কবলে পরবে তখন আইপি ব্লক করবেন এবং এস এস এল সেটাপ করবেন আগেই তা না হলে সমস্যা হতে পারে।

আপনার একাউন্ট এর সকল কিছু এখানে দেখাবে।
কোনটা কত এমবি নিয়েছে, কোথায় কোনটা রানিং আছে সেগুলো এখানেই পাবেন।
কোনটা কত এমবি নিয়েছে, কোথায় কোনটা রানিং আছে সেগুলো এখানেই পাবেন।
Great Post brother
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletenc
ReplyDeleteSuperb post
ReplyDelete